Monday, December 5, 2016

প্রযুক্তি, আউটসোর্সিং ও আমি : হামার উন্নতি হামরা করমো , দেখি অভাব কতদিন থাকে ...


                          
প্রযুক্তি আর গনমাধ্যম এর বদওলতে এই যুগে সারা পৃথিবী একটি দেশের মত হয়ে গেছে এবং অপার সম্ভাবনার সৃষ্টি হয়েছে আমাদের মত দেশের জন্য। আমরা ঘরে বসেই সারা বিশ্বের যে কারো কাজ করে দিতে পারি । অথচ, আমরা কয়জন এই সুযোগের সদ্ব্যবহার করছি? আমরা পরিশ্রমী জাতি,সারাদিন পরিশ্রম করে অল্প কয়েক টাকা পেলেই খুশি হওয়া জাতি। আজকাল দেশে অনেকেই যুবসমাজকে কোন পরিশ্রম করা ছাড়াই গাড়ি , বাড়ি এবং অনেক টাকার স্বপ্ন দেখাচ্ছে এবং যুবসমাজ প্রতিনিয়তই প্রতারিত হচ্ছে। আমার মনে হয় পৃথিবীতে এমন বোকা নেই যে কোন কারন ছাড়াই আপনাকে টাকা দিবে। আমাদের পরিশ্রম করে উপার্জন করার মানসিকতা থাকতে হবে। আমাদের নব গঠিত রংপুর বিভাগে রয়েছে বিশাল শিক্ষিত বেকার জনবল। আমরা ইন্টারনেট জগতটাকে বেছে নিতে পারি। আমাদের ভাগ্য উন্নয়নে । বেকারত্ব এর গ্লানি মুছে দিতে পারি খুব সহজেই । যেতে হবে না বিদেশে কিংবা চাকরি নামক সোনার হরিনের পিছনে ছুটতে হবে না । আমরা নিজেদেরকে তৈরী করতে পারি আন্তর্জাতিকমানের নাগরিক হিসেবে। দিন বদলের স্বপ্ন দেখি এবং বিশ্বাস করি প্রচলিত ভুল ভেঙ্গে আজকের আমাদের পক্ষেই সম্ভব সেই কাঙ্খিত দিন বদল ঘটানো। হামার উন্নতি হামরা করমো , দেখি (মঙ্গা ) অভাব কতদিন থাকে । জাগো বাহে কণ্ঠে সবাই । স্বপ্নের দুয়ার আজি দিলাম খুলে

চলে এসো সব স্বপ্নচারীরা...

No comments:

Post a Comment